সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বুরহানের ভ্রাতৃবিয়োগ

বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি এবিমিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আজিমুর রহমান বুরহান এর বড়ভাই হাফিজ কমর উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…. রাজিউন)। শনিবার দিবাগত রাত ৩ টা ৫ মিনিটে সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের নিজ ফ্ল্যাটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাফিজ কমর উদ্দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ভাই-বোন, ২ ছেলে ও ১ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ রবিবার বেলা ২ টায় ঘটিকার মরহুমের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজনা হাফিজয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাফিজ কমর উদ্দিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বুরহানের বড়ভাইয়ের মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকল প্রবাসীর কাছে দোয়া চেয়েছেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ। সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সিদ্দিকী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ সকলের কাছে দোয়া চেয়ে বলেন রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করেন।